সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

শাহজালাল বিশ্ববিদ্যালয় যৌন হয়রানির দায়ে শাবির সেই শিক্ষার্থী গ্রেফতার

oooশাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রীকে জুতাপেটা করার অভিযোগে কথিত প্রেমিক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র রিফাত আদনান পাপনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সোয়া ৬টার দিকে শাবি ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে  জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে পাপনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রীর সাথে ব্যবসা প্রশাসন বিভাগের ২০০৮-০৯ শিক্ষা বর্ষের ছাত্র রিফাত আদনান পাপনের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। অনার্স প্রথম বর্ষেই উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। সম্প্রতি ওই মেয়ের সঙ্গে পাপনের সম্পর্ক ভেঙে যায়। এই নিয়ে দু’জনের মধ্যে কয়েকবার ঝগড়াও হয়।
গত রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তার সাবেক প্রেমিকা। এমন সময় প্রেমিক রিফাত আদনান পাপন এসে মেয়েটিকে তার সঙ্গে যেতে বলেন। কিন্তু ডাকে সাড়া না দেয়ায় পাপন এক পর্যায়ে জুতা দিয়ে পিটিয়ে তাকে আহত করেন।
এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার রিফাত আদনান পাপনকে আগামী ২ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল প্রক্টরিয়াল কমিটি।
উল্লেখ্য, ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিফাত আদনান পাপন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোকান ভাঙচুর ও এক বিদেশি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে এর আগেও দুই বার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.