সিলেট পোস্ট রিপোর্ট : শত্রুতা ভুলে আবারো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এসেছেন শাহরুখ এবং সালমান খান। সালমানের বোন অর্পিতার বোনের বিয়েতে এসে শত্রুতা ভুলে বুকে বুক মেলান বলিউডের এ দুই জনপ্রিয় তারকা। তারপর থেকেই বিভিন্ন সময় একে অপরের প্রশংসা করেছেন তারা। এবার তো সালমানের সিনেমার প্রচারণায় নেমে গেলেন বলিউড কিং শাহরুখ খান।
সালমান এবং শাহরুখের ভক্তদের অবাক করে দিয়ে টুইটারে সালমানের পরবর্তী বাজরাঙ্গি ভাইজান সিনেমার ‘ফাস্ট লুক’ প্রকাশ করেন শাহরুখ। পাশাপাশি টুইটারে শাহরুখ লেখেন, ‘আমি মনে করি একজন হিরো হওয়ার চেয়ে সবার ভাইজান হওয়াটা অনেক বড়। ‘ভাইজান’ আসছেন ২০১৫ সালের ঈদে। বাজরাঙ্গি ভাইজান সিনেমার শুটিং হয়েছে কাশ্মীরের বিভিন্ন স্থানে। দীর্ঘদিন শত্রু থাকার পর এ দুই তারকার বন্ধুত্ব বলিউডের ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছে। তাদের সম্পর্ক এমনই থাকবে এমন প্রত্যাশা তাদের ভক্ত এবং সহকর্মীদের।