সিলেট পোস্ট রিপোর্ট: বলিউডের জেল-জরিমানার বাতাস লেগেছে এবার হলিউডেও। বেআইনিভাবে নিজের দু’টি পোষা কুকুরকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করানোর দায় পড়েছে হলিউড তারকা জনি ডেপের কাঁধে। সামনে ঝুলছে ১০ বছরের জেলের ফাঁড়া।
এ মাসের প্রথমদিকে ‘পাইরেট অব দ্য ক্যারিবিয়ান’ ছবির জন্য খ্যাত জনি তার ব্যক্তিগত বিমানে করে অস্ট্রেলিয়ায় আসেন। সঙ্গে ছিল পিস্তল ও বো নামের দু’টি পোষা ইয়র্কশায়ার জাতের কুকুর।
অস্ট্রেলিয়ার সিনেট কমিটি জানায়, যদি বিষয়টি আদালতে ওঠে এবং বিচারে জনি ডেপ দোষী সাব্যস্ত হন, তাহলে তার ১০ বছরের জেল অথবা ২ লাখ ৬৫ হাজার ডলারের জরিমানা হতে পারে।
বিমানে জনির সঙ্গে যে কুকুর ছিল তা তার সঙ্গী ও বৈমানিক কেউই জানতেন না। জনি নিজেই সামাজিক যোগাযোগের সাইটে একটি ছবি পোস্ট করার পর এটি জানাজানি হয়। তখন অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী ৫০ ঘণ্টার মধ্যে তাদের দেশ ত্যাগের সময় বেঁধে দেন।