শাবি সংবাদদাতা:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ‘সেলফ এসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার অনুষ্ঠিত দিনব্যাপি এ কর্মশালায় শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ১১জন শিক্ষক অংশ নেয়। শিক্ষকদের আত্ম-উন্নয়নের লক্ষ্যে বিশ^বিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল এ ধরণের কর্মশালার আয়োজন করে থাকে। সকাল সাড়ে ১০টায় বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল জাহানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী অধ্যাপক আশরাফুজ্জামনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো; ফারুক মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড.ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল’র পরিচালক অধ্যাপক ড.আবদুল আওয়াল বিশ্বাস। সভাপতিত্ত্ব করেন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শামসুল হক প্রধান প্রমূখ।অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন,বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। শাবিতে শিক্ষার মান ক্রমশ বাড়ছে। শিক্ষার মান উন্নয়নে এ ধরণের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।আবদুল আওয়াল বিশ্বাস বলেন, বর্তমানে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল দেশের ১৩টি বিশ^বিদ্যালয়ে কাজ করছে। তার মধ্যে শাবি অন্যতম। সবসময় আমাদেরকে ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করতে হবে। একটি গবেষণা তখনিই সফলভাবে শেষ করা যায় যখন শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্ঠা থাকে। শামসুল হক প্রধান বকলেন,সবার প্রচেষ্ঠায় গবেষণার ক্ষেত্রে গত ১১বছর ধরে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ অনেক এগিয়ে গেছে। গবেষণার করার ক্ষেত্রে পরিমাণের চেয়ে দক্ষতা গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।দুইটি টেকনিক্যাল সেশনে তিনটি পেপার উপস্থাপন করেন অধ্যাপক ড.আবদুল আওয়াল বিশ্বাস, শামসুল হক প্রধান এবং আব্দুল্লাহ আল মামুন। পরে উন্মোক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
শাবিতে ‘সেলফ এসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৭, ২০১৫ | ৫:৩৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »