সিলেট পোস্ট রিপোর্ট: বলিউড ছবিতে একাধারে অনেক নায়িকাকে চুমু খাওয়ার দৃশ্যে অভিনয় করা হয়ে গেছে অভিনেতা ইমরান হাশমীর। তবে বিদ্যা বালান ছাড়া বাকি সবার সঙ্গেই সর্বোচ্চ দুই ছবিতে কাজ করেছেন তিনি। আর পর পর তিনবার জুটিবেঁধে অভিনয় করা বা নায়িকাকে চুমু খাওয়ার অভিজ্ঞতা তার হয়েছে শুধুমাত্র বিদ্যার সঙ্গে।
ছবিতে একাধিক ঘনিষ্ঠতা আর যৌন উত্তেজনা ছড়ানো দৃশ্য নিয়ে তৃতীয়বারের মতো বিদ্যা বালানের সঙ্গে জুটি হয়ে পর্দায় আসছেন তিনি। আগামী ১২ই জুন মুক্তি পেতে যাচ্ছে মহেশ ভাটের প্রযোজনায় ও মুহিত সুরির পরিচালনায় বিদ্যা-ইমরান জুটির তৃতীয় ছবি ‘হামারি আধুরি কাহানি’।
এ ছবিতে ইমরান-বিদ্যাকে একাধিকবার ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে বলে জানা গেছে। ছবিতে ইমরান ও বিদ্যার কয়েকটি চুমু খাওয়ার দৃশ্য দর্শকচিত্তে উত্তেজনা সৃষ্টি করবে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে এমনই খবর প্রকাশ হওয়ায় বলিউডজুড়ে ‘হামারি আধুরি কাহানি’ নিয়ে তুমুল আলোচনা চলছে।
ছবিটি মুক্তির আগেই যেন উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। এর আগে ২০১১ সালে প্রথমবার ‘ডার্টি পিকচার’ ছবিতে তাদের একসঙ্গে দেখা গেছে। সে ছবিতেও বিদ্যা-ইমরানের রসায়ন দর্শক মাতিয়েছে। এরপর ২০১৩ সালে ‘ঘন চক্কর’ ছবিতেও একই রকমভাবে তাদের পর্দায় দেখা মেলে।