সালমানের জন্য আমির-শাহরুখ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০১৫, ৬:০২ অপরাহ্ণসিলেট পোস্ট রিপোর্ট: খানদের দৌরাত্ম্যই বলিউডে চলছে যুগের পর যুগ। প্রতি বছর নতুন নতুন ছবি দিয়ে তারাই মাতিয়ে রাখছেন দর্শকদের। তবে এ ছবি নিয়েই শাহরুখ, সালমান আর আমির এই তিন খান বরাবরই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন প্রায় সময়। বলিউডের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বসে একে অপরকে কাদা ছুড়তে থাকেন। এটা বেশি দেখা যায় যখন একই সময় দুই খানের ছবি মুক্তি পায়। অবশ্য সে সময় পেরিয়ে গেলে একসময় তারা আবার এক হয়ে যান। নিজেদের মধ্যে সব ঝগড়া মান-অভিমান ভুলে একসঙ্গে কাজ করেন। তারই প্রমাণ মিলেছে চলতি বছর যখন সালমানের বোন অর্পিতার বিয়েতে শাহরুখের আগমন ঘটে। এতে একই সঙ্গে অনেক দিনের ঝগড়াও মিটে যায় দুই খানের। এদিকে তিন খানের মধ্যে যে কতটা মিল তার আরেক দৃষ্টান্ত হলো সালমানের ছবির প্রচারণায় আমির ও শাহরুখকে আসতে দেখে। কিছুদিন আগেই নির্মাণ শেষ হয় ‘বজরঙ্গী ভাইজান’ ছবির। এতে সালমান অভিনয় করলেও তার প্রচারণায় কাঁধে কাঁধ মিলিয়েছেন শাহরুখ ও আমির। এমন দৃশ্য দেখে তাদের ভক্ত-দর্শকদের মাঝে ভিন্ন এক আমেজ দেখা যায়। ছবির প্রচারণায় এমনটা আগে কখনও দেখা মেলেনি বলিউডে। খানদের এ বন্ধন যেন অটুট থাকে সে প্রত্যাশাই করছেন সবাই।