সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

মিথ্যা খবর প্রকাশে প্রথম আলো প্রথম,যুগান্তর দ্বিতীয় : নৌ-মন্ত্রী

montri.psdসিলেট পোষ্ট রিপোর্ট : দেশে সব মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা বলে ‘প্রথম আলো’- এ অভিযোগ ‍নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খানের।

বুধবার দুপুরে মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সম্মেলন কক্ষে এক সেমিনারে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, সবচেয়ে বেশি মিথ্যা খবর প্রচার করে প্রথম আলো। যার উজ্জ্বল দৃষ্টান্ত সম্প্রতি প্রথম আলো গাজীপুরে এ্যাপেক্স কারখানায় শ্রমিকের সন্তান প্রসব নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে। পরে আদালতের রায়ে তাদের লাখ টাকার জরিমানা গুনতে হয়।

বুধবার দুপুরে রাজধানী মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দৈনিকটির সমালোচনায় এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, পত্রিকার খবরের উপর বেশি নির্ভর না করতে। তাহলে দেশ চালানো যাবে না।

মন্ত্রী বলেন, প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকা মিথ্যা খবর প্রচার করে। তার মধ্যে ‘যুগান্তর’ ও রয়েছে। এসব পত্রিকার মিথ্যা প্রচারের মাধ্যমে দেশের উন্নয়ন কে বাধা গ্রস্থ করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, গনমাধ্যমের স্বধীনতা মানেই এ নয় যে এর অপব্যাবহার করা হবে। সমাজে বিভ্রান্তি ছড়াবে। দেশের উন্নয়ন বিনষ্ট করবে। এটা হতে পারে না। গণমাধ্যমকে নীতিনৈতিকতা ও বস্তু নিষ্ঠতায় আরো সুদৃঢ হওয়ার আহব্বান জানান তিনি।

প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিককে ছুটি না দেওয়ায় গার্মেন্টসের টয়লেটে সন্তান প্রসব করেছে মর্মে ভুল নিউজ প্রকাশ করায় দৈনিক প্রথম আলোকে এক লাখ টাকা জরিমানা
করেছে হাইকোর্ট। এর আগে প্রথম আলো থেকে এটি অনাকাঙখিত বলে ভূল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে দৈনিকটি।

ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি হোসেই খালিদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নৌ- পরিবহন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বীর উত্তম রফিকুল ইসলাম সহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.