সিলেটপোস্টরিপোর্ট:জকিগঞ্জ উপজেলা ও পৌর তৃণমূল ছাত্রদল নবগঠিত কমিটিকে প্রত্যাখান করে এক বিশাল ঝাড়– মিছিল করে জকিগঞ্জ পৌর শহরে। এতে জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সভাপতিত্বে এবং ছাত্রনেতা রুবেদুল ইসলাম রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন তৃণমূল ছাত্রদল নেতা খায়রুল ইসলাম, হাসান আহমদ, আবু তাহের চৌধুরী, পৌর ছাত্রদল নেতা রুবেল আহমদ, জায়েদ আহমদ, জাবের আহমদ, এনামুল হক, আলী উর রহমান, দেলোয়ার আহমদ, জাবেল আহমদ, সাদ্দাম হোসেন, আলীব আল আহসান, মিসবাহ উদ্দিন প্রমুখ।নবগঠিত জকিগঞ্জ উপজেলা তৃণমূল ছাত্রদল বিদ্রহীগ্র“প কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করে। উক্ত আনন্দ মিছিলে সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল আহমদের বাচ্চু সভাপতিত্বে ও জিকে জাহাঙ্গীর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মুয়াজ্জেম হোসেন, হাসান আহমদ, উজ্জাদুর রহমান মুন্না, সাদ্দাম আহমদ, আবু তহের চৌধুরী, বাশার আহমদ, কামাল আহমদ, ফয়সল আহমদ, জুনায়েদ আহমদ, পৌর ছাত্রদল নেতা জুমেল আহমদ, মামুনুর রশীদ, সুয়েব আহমদ, শামীম আহমদ, রিফাত আহমদ, শাহজাহান আহমদ, গুলজার আহমদ, জুনেদ আহমদ, রেজা আহমদ, প্রমুখ।আনন্দ মিছিলে বক্তারা বলেন, নবগঠিত বিদ্রহী কমিটির নেতৃত্বে জকিগঞ্জ উপজেলা ও পৌর শহরের প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ডে আহবায়ক কমিটি গঠন করা হবে। আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পরবে এবং দেশনেত্রী বগেম খলেদা জিয়ার হাতকে শক্তিশালী করে গড়ে তুলবে।