সিলেটপোস্টরিপোর্ট:নতুন কোন কর আরোপ ছাড়াই জকিগঞ্জের সুলতানপুর ইউপির ২০১৫-১৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট বুধবার ইউনিয়ন পরিষদ মিলানায়তনে ইউপি সচিব আব্দুস সাত্তার ঘোষনা করেন। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে আয় ধার্য করা হয়েছে ৮৭ লক্ষ ৮৯ হাজার ৩২১ টাকা ও সম্ভাব্য ব্যায় ৮৭ লক্ষ ৮৯ হাজার ৩২১ টাকা। বাজেট ঘোষনা উপলক্ষে এক অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একলের সভাপতিত্বে ও সচিব আব্দুস সাত্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাইছ, যুবউন্নয়ন কর্মকর্তা নূরুজ্জামান। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সমাজসেবী তুতিউর রহমান, সাংবাদিক আল মামুন, কেএম মামুন, সাবেক প্রধান শিক্ষক লুৎফুর রহমান খাঁন, মনসুর আলম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়ত করেন ইউপি সদস্য মোস্তফা আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল মান্নান, মখলিছুর রহমান মেখনসহ এলাকার এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ।
জকিগঞ্জের সুলতানপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষনা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৭, ২০১৫ | ১১:১২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »