সিলেটপোস্টরিপোর্ট:বদিউল আলম খোকনের পরিচালনায় ৫ জুন থেকে শুরু হতে যাচ্ছে ‘রাজা বাবু’ ছবি। আর এটির প্রযোজক হিসেবে শোনা যাচ্ছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের নাম। ছবিসংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, ছবিতে শাকিব নিজে কোনও পারিশ্রমিক নেবেন না। একই সঙ্গে ছবিটির পাঁচটি গানের মাঝে তিনটি গানের শ্যুটিং দেশের বাইরে হবে। এর দশ্যধারণের সমস্ত খরচ বহন করবেন শাকিব খান। বিনিময়ে ছবিটির অর্ধেক মালিকানা পাচ্ছেন শাকিব।কিন্তু প্রযোজক হিসেবে শাকিব বা তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের নাম কোথাও ব্যবহৃত হচ্ছে না।বিষয়টি জানতে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে, তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
‘রাজা বাবু’ ছবিটিতে শাকিবের সঙ্গে আছেন অপু বিশ্বাস ও ববি।
উল্লেখ্য, গত বছর শাকিবের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছিল ‘হিরো: দ্য সুপারস্টার’। এরপর বদিউল আলম খোকনের পরিচালনায় ‘প্রেমবাজ’ ও শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগাম’ নামে দুটি ছবির নির্মাণ চলছে।