সিলেট পোস্ট রিপোর্টঃ বাজে ছেলেরা মেয়েদের পটিয়ে মিথ্যা প্রেমের সর্ম্পক তৈরি করে। এরপর তাদের সঙ্গে প্রতারণা করে কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এমনই এক বাজে ছেলের খপ্পরে পড়েছেন বিপাশা কবির। তবে এটা বাস্তব কোনো ঘটনা নয়। এমনটা দেখা যাবে বাজে ছেলে-দ্য লোফার শিরোনামের সিনেমায়। এ সিনেমায় বাজে ছেলের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি। যুগলভাবে সিনেমাটি নির্মাণ করছেন সোহেল-বাবু। এতে বাপ্পি-বিপাশা ছাড়াও অভিনয় করছেন আর্শি খান, দীপালি, মিশা সওদাগর, কাজী হায়াৎ, ডিজে সোহেল, শিবা শানু প্রমুখ। এ প্রসঙ্গে নির্মাতা মনিরুল
ইসলাম সোহেল বলেন, ‘সিনেমাটির এক টানা শুটিং করছি। এ সিনেমার মাধ্যমে দর্শক সাম্প্রতিক সময়ের সাইবার ক্রাইমের নানা ঘটনা দেখতে পাবে।’ ইস্টার্ন মোশন পিকচার্স ও কালার ফ্রেমের প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমাটি মনিরুল ইসলাম সোহেলের মূল ভাবনায় এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, সংগীত পরিচালনায় শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ূন, চিত্রগ্রহণ করছেন সাইদুজ্জামান।