সংবাদ শিরোনাম
ওসমানীনগরে চিনি ভর্তি ট্রাক ছিনতাই চেষ্ঠাকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ   » «   কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান নোমানের বিরুদ্ধেব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  » «   ১৭ অক্টোবর সিলেট আসছেন বিএনপি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক  » «   হাজার মানুষের ভালোবাসায় সিদ্ধ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক  » «   শারদীয় দুর্গোৎসব শান্তি ও সমপ্রীতির বার্তা ছড়িয়ে দেয় আবু আহমদ ছিদ্দীকী এনডিসি  » «   দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি করতে হবে-সিলেটের জেলা প্রশাসক  » «   আজ যুক্তরাজ্য থেকে দেশে আসছেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা এমএ মালিক-স্বাগত জানাবেন নেতাকর্মীরা  » «   শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে সিলেট মহানগর কৃষক দলের নেতাকর্মীরা  » «   ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত  » «   বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরকে সিলেট মহানগর কৃষক দলের ফুলেল শুভেচ্ছা  » «   সিলেট ৪৮ বিজিবি’র অভিযানে ট্রাক সহ ভারতীয় ৫ হাজার ৭শত কেজি আপেল জব্ধ  » «   র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেনসিডিল, গাঁজা, অস্ত্র ও দেশী- বিদেশী মুদ্রাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  » «   সাংবাদিক আহমেদ শাকিল এর ছোট বোনের বিয়ে সম্পন্ন  » «   সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর  » «   গুঞ্জন উঠেছে সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি  » «  

কোচ সিলভার নেতৃত্ব গুণে উজ্বল নেইমার

70সিলেট পোস্ট রিপোর্ট:  ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের নেতৃ্ত্বগুণের ভূয়সী প্রশংসা করেছেন তার সাবেক কোচ ডার্লান সান্তানা ডা সিলভা। সান্তোসের যুবদলেরসাবেক এই কোচের মতে, জন্মগতভাবেই নেইমার একজন নেতা এবং ব্রাজিল দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সব গুণাবলিই তার মধ্যে বিদ্যমান।নেতৃত্ব গুণে উজ্বল নেইমারব্রাজিল বিশ্বকাপের পরই কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে লুইস ফেলিপে স্কলারির স্থলাভিষিক্ত হন কার্লোস দুঙ্গা। দায়িত্ব হাতে নিয়ে থিয়াগো সিলভাকে সরিয়ে নেইমারকে সেলেকাওদের অধিনায়ক করেন। এরপর তার নেতৃত্বে টানা আট ম্যাচে জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২৩ বছর বয়সী নেইমার নিজে করেন আট গোল।এক সাক্ষাৎকারে ডার্লান সান্তানা বলেন, ‘নেইমারকে অধিনায়ক করায় তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলে সিলভা। কিন্তু, সব অভিযোগকে পেছনে ফেলে নেতৃত্বগুণের শক্তিমত্তা দেখিয়েছে নেইমার। ছোটবেলা থেকেই সে নেতা হিসেবে আবির্ভূত হয়। বন্ধুদের কাছে সে খুবই সম্মানের পাত্র ছিল।’

এ ব্রাজিলিয়ান কোচ আরও বলেন, ‘সান্তোসের যুব দলে খেলার সময় থেকেই নেইমারের ফুটবল প্রতিভায় আমরা মুগ্ধ ছিলাম। ওই সময়ে যুবদলের টুর্নামেন্ট পাওলিস্তা চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিনিয়র খেলোয়াড়রা মাঠে আসতে বিলম্ব করায় নেইমারকে সুযোগ দেওয়া হয়। সে অল্প বয়সেই অসাধারণ ফুটবল খেলে সবাইকে চমকে দেয়। শেষ পর্যন্ত আমরাই চ্যাম্পিয়ন হই। খেলার প্রতি প্রচুর আগ্রহই তাকে শীর্ষ পর্যায়ে পৌঁছে দিয়েছে।’আগামী মাসে চিলিতে ৪৪তম কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে। নেইমারের নেতৃত্বে নবম শিরোপা জয়ের মিশনে নামবে সেলেকাওরা। এর আগে ২০১১ কোপা আমেরিকা, ২০১২ সালের লন্ডন অলিম্পিক, ২০১৩ কনফেডারেশনস কাপ ও ২০১৪ ফুটবল বিশ্বকাপে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন নেইমার।

এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ৬২ ম্যাচ খেলে ৪৩টি গোল করেছেন নেইমার। আর ৩৫ গোল করলেই দেশটির হয়ে সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.