সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

মানহানির মামলা করলেন অনন্ত জলিল

6সিলেটপোষ্ট  রিপোর্ট:  আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল তার পরবর্তী সিনেমা দ্য স্পাই- অগ্রযাত্রার মহানায়ক এর গল্প লেখক দাবিকারী উজ্জ্বলের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। অনন্ত জলিলের পক্ষে মনসুন ফিল্মসের কর্মকর্তা মো. শাহাবুর আলম বাদী হয়ে বাংলাদেশ দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী ২৭ মে বুধবার সিএমএম কোর্টে এ মামলা দায়ের করা হয় বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন অনন্ত জলিলের প্রেস সচিব সজীব।

 

এ প্রসঙ্গে  সজীব বলেন, ‘এ সিনেমার গল্প লেখক দাবি করে লিগ্যাল নোটিশ প্রদানকারী হবিগঞ্জের মাধ্যমিক স্কুলের শিক্ষক ও স্থানীয় লেখক উজ্জ্বল। তিনি নিজেকে সব্যসাচী লেখক দাবি করেন। অথচ এখনো পর্যন্ত তার কোনো বই প্রকাশিত হয়নি। একজন ভুয়া প্রতারকের দেয়া লিগ্যাল নোটিশে অনন্ত জলিল স্যারের সামাজিক মান-সম্মান নষ্ট হওয়ায় তার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।’ তিনি অরো বলেন, ‘বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জসিমউদ্দিন গতকালই শিক্ষক উজ্জ্বলের কাছে আইনী নোটিশ পাঠিয়েছেন। এ বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আইনী প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে চাই।’

 

এর আগে অভিযোগকারী লেখক উজ্জ্বলের পাঠানো লিগ্যাল নোটিশের জবাব দেন অনন্ত জলিলের পক্ষে তার আইনজীবী। জবাবে লেখক উজ্জ্বলের দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে চিহ্নিত করে নোটিশ প্রদানকারী লেখককে নোটিশের জবাব পাওয়ার ৭ দিনের মধ্যে তার দাবি প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে বলা হয়।

দ্য স্পাই-অগ্রযাত্রার মহানায়ক সিনেমার লেখক দাবি করে হবিগঞ্জের মাধ্যমিক স্কুলের শিক্ষক উজ্জ্বল অনন্ত জলিলকে একটি লিগ্যাল নোটিশ পাঠালে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘দ্য স্পাই- অগ্রযাত্রার মহানায়ক সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনিকার ছটকু আহমেদ। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো এখন পর্যন্ত এ ছবির কাহিনি লেখা-ই সম্পন্ন হয়নি। এমনকি এ চলচ্চিত্রের গল্প নিয়েও কারো সঙ্গে আলাপ আলোচনা পর্যন্ত করা হয়নি।’

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.