সিলেটপোষ্ট রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানো অপরাধ৷ এমন অভিযোগে থানের এক থানায় হাজিরা দিলেন বলিউড ‘বেবি ডল’ সানি লিওন৷ নিজের বক্তব্য নথিভুক্ত করতেই বুধবার থানায় ছুটে যান তিনি৷ সঙ্গে ছিলেন আইনজীবী ও কয়েকজন আত্মীয়৷
কলকাতা২৪ জানায়, সানির বিরুদ্ধে অশ্লীলতা প্রচারের অভিযোগে ডম্বিভেলি থানায় মামলা দায়ের করেন হিন্দু জনজাগৃতি সমিতি নামের এক সংগঠনের সদস্য৷ এই মামলা থানের পুলিশের সাইবার সেলে স্থানান্তরিত করা হয়৷ এরপরেই থানে পুলিশ সানিকে তলব করেন৷
থানায় প্রায় ঘন্টাখানেক ছিলেন সানি৷ তার আসার খবর রটে যায় মুহূতেই৷ সানিকে এক ঝলক দেখার আশায় থানার সামনে ভিড় জমে যায়৷ এদিন সানি পুলিশকে দেওয়া বিবৃতিতে জানান, ভারতীয় সভ্যতাকে শ্রদ্ধা করেন তিনি৷
থানে পুলিশের সাইবার সেলের ইনস্পেক্টর জগদীশ সাওয়ান্ত এই মামলার তদন্ত করছেন৷ এ ছাড়াও তদন্ত প্রক্রিয়া তদারকির দায়িত্বে রেছেন সাইবার সেলের ডিসিপি পরাগ মানেরে৷