সিলেটপোস্টরিপোর্ট:৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রলীগ নেতা জনাব এম এ মুছাব্বির আর নেই। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়ন বারীগাঁওস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।আজ বেলা আড়াইটায় বারীগাঁও ফুরকানিয়া মাদরাসা মাঠে জানাযার নামাজ শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হবে। জানাযার নামাজে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।তিনি গত চার বছর যাবত দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলে, আত্মীয়-স্বজন সহ অসংখ্যা বন্ধুবান্ধব রেখে গেছেন। তার স্ত্রী রোকশানা বেগম নগরীর ব্লু-বার্ড স্কুলের শিক্ষক।প্রয়াত এই নেতা ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রতিপক্ষের গুলির ভয়াবহ যন্ত্রণা নিয়ে জীবন যাপন করছিলেন। এলাকার যুব সমাজের প্রাণ স্পষ্টবাদী রাজনীতিবিদ হিসেবে পরিচিত মুছব্বির মৃত্যুর আগ পর্যন্ত দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।এদিকে তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়া সিলেট- ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক হাজী রইছ আলীও শোক প্রকাশ করেছেন।পৃথক শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ নেতা এম এ মুছাব্বির আর নেই
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৯, ২০১৫ | ১২:২৮ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »