সিলেটপোস্টরিপোর্ট:দক্ষিন সুরমা উপজেলার শিববাড়ি শ্রীশ্রী সর্ব্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষির সাবেক সভাপতি ডা: পরেষ চন্দ্র দাস এর মৃত্যুতে শোক ও শ্রদ্ধাঞ্জলী জানাচ্ছেন দক্ষিন সুরমা উপজেলার শিববাড়ি শ্রীশ্রী সর্ব্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষি’র সভাপতি শুভ্রাংশু দে অপু, সম্পাদক এড. বিপ্লব কান্তি দে মাধব, কোষাধক্ষ্য কিশোর কর দুলু, অধ্যাপক পলাশ দাস, তোষার দেব, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন পাল, ক-চেয়ারম্যান শৈলেস করসহ নেতৃবৃন্দ।গতকাল দক্ষিন সুরমার উপজেলার শিববাড়ি শ্বসানঘাটে তাহার শেষ কৃত্ত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
পরেষ চন্দ্র দাস এর মৃত্যুতে শোক ও শ্রদ্ধাঞ্জলী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৯, ২০১৫ | ১২:৩৯ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »