সিলেট পোষ্ট রিপোর্ট: চট্টগ্রাম মহানগরীর মোমিন রোডস্থ রীমা কমিউনিটি সেন্টারে নতুন সিটি মেয়র আ জ ম নাছিরের সংবর্ধনায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে সংগঠনটির দুই কর্মী ছুরিকাহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- জুয়েল সেন এবং ফয়সাল আহমেদ। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় আ জ ম নাছিরের সংবর্ধনার আয়োজন করা হয় রীমা কমিউনিটি সেন্টারে। মেয়র নাছির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সঙ্গে সঙ্গে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এতে অজ্ঞাত ব্যাক্তির ছুরিকাঘাতে যুবলীগ কর্মী জুয়েল ও ফয়সাল আহত হন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, ছুরিকাহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাত ততটা গুরুতর নয়। তারা আশঙ্কামুক্ত।