সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

রাজশাহীতে দু’গ্রুপের গোলাগুলিতে ছাত্রলীগকর্মী নিহত

11সিলেট পোষ্ট রিপোর্ট: জেলার রানীবাজারে ছাত্রলীগের দু’পক্ষের গোলাগুলিতে জীবন শেখ (২২) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

নিহত জীবন শেখ নগরীর খাঁ কারিগরপাড়ার হোসেন শেখের ছেলে। এ ঘটনায় গভীর রাত পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

স্থানীয়রা জানান, রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি রবিনের সঙ্গে বোয়ালিয়া থানা আওয়াম লীগ সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে ও নগর ছাত্রলীগের সদস্য তুহিনের সুসম্পর্ক ছিল। বৃহস্পতিবার বিকেলে রবিন মোবাইলে ফোন করে সিটি কলেজের সামনে তুহিনকে আসতে বলেন। ওই সময় তুহিন সেখানে যাওয়ার পরপরই রবিন তাকে লোহার পাইপ দিয়ে মারধর করেন। এ ঘটনায় আতিকুর রহমান কালু বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে রবিন গ্রুপের একদল নেতাকর্মী গুলি করতে করতে রাণীবাজার মোড়ে গিয়ে একটি ক্লাবঘরে হামলা চালায়। এ সময় ওই ক্লাবঘরে আতিকুর রহমান কালুর বড় ছেলে তুষার ক্যারম খেলছিলেন। তারা তুষারসহ বেশ কয়েকজনকে মারধর করে আহত করেন। এ সময় তারা তুষারের মোটরসাইকেল ও ক্লাবঘর ভাঙচুর করেন। এক পর্যায়ে আতিকুর রহমান কালুর লোকজন সংগঠিত হয়ে তাদের ধাওয়া করে। এ সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘরে। পরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ছাত্রলীগকর্মী রাজারহাতার হোসেন শেখের ছেলে জীবন শেখ। জীবনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু বলেন, ‘তার ছেলে তুহিনকে রবিন বিকেলে মারধর করে। এ ঘটনায় গণ্ডগোল এড়াতে থানায় এজাহার দেন। তারপর তারা প্রস্তুতি নিয়ে আবারও হামলা করে।’

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক মাহমুদুর রহমান জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। ঘটনার পর রানীবাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.