সিলেট পোষ্ট রিপোর্ট: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে মুথোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের খেলোয়াড় স্বদেশী কার্লোস তেভেসের প্রশংসা করেছেন বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি। একই সঙ্গে তেভেসকে সামলানোর বিষযে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফেবারিট হিসেবেই মাঠ নামবে দুরন্ত ফর্মে থাকা বার্সা। তারপরও সতর্কবাণী উচ্চারণ করেছেন মেসি। বলেছেন, ‘জুভেন্টাস খুবই কঠিন প্রতিপক্ষ। শারীরিকভাবে খুবই শক্তিশালী দল তারা। আর জুভেন্টাসে রয়েছে তেভেসের মতো গ্রেট ফুটবলার।’
ফাইনাল ম্যাচের ফলাফল নিয়ে ২৭ বছর বয়সী মেসি বলেছেন, ‘ফাইনালে যে কোনো কিছুই হতে পারে। আমরা সব সময় যেভাবে নিজেদের প্রস্তুতি করি ফাইনালেও একইভাবে তৈরি থাকব।’
বার্লিনে আগামী ৬ জুন হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তার আগে শনিবার কোপা দেল রের ফাইনালে বার্সেলোনা খেলবে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে।