সিলেটপোষ্টরিপোর্ট: আওয়ামী লীগ নেতার নাম ভাঙিয়ে এক চিকিৎসকের কাছে চাঁদাবাজি করতে গিয়ে নগরীর রিকাবীবাজার এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় আটক হয়েছে এক চাঁদাবাজ। মিল্লাত নূর নামের আটককৃত যুবক নগরীর শাহী ঈদগাহ ধানসিঁড়ি ৪৬ নম্বর বাসার আবদুন নূরের ছেলে। পুলিশ সূত্র জানায়,মিল্লাত নূর বৃহস্পতিবার বিকেল ৫টায় রিকাবীবাজারস্থ স্টেডিয়াম মার্কেটে ডা. এস ইউ কুমার উত্তমের চেম্বারে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় সে সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহার লোক দাবি করে বলেও জানা যায়। ডা. উত্তম তাকে রাত ৯টার দিকে আসতে বলেন। যথারীতি রাত ৯টায় মিল্লাত স্টেডিয়াম মার্কেটস্থ ডাক্তারের চেম্বারে আসে। ডা. উত্তম বিষয়টি আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহাকে অবগত করলে তার কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে ছুটে আসে। তারা এসে মিল্লাতকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মিল্লাতকে লামাবাজার ফাঁড়িতে নিয়ে যায়। লামাবাজার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রবিউল হক মাছুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ নেতার নাম ভাঙিয়ে চিকিৎসকের কাছে চাঁদাবাজি করতে গিয়ে-
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৯, ২০১৫ | ২:৪৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »