প্রেসবিজ্ঞপ্তি:জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল উদ্যোগে শুক্রবার বিকালে রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। নগরীর কাজির বাজারস্থ কার্যকায়ে এ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাইদ আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লোকমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, সহ-সভাপতি চৌধুরী মো. সুহেল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, যুগ্ন সম্পাদক রুমেল শাহ, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান নেছার, মহানগর ছাত্রদলের সহ সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন প্রমুখ।
রক্তদান কর্মসূচীতে জেলা ও মহানগর ছাত্রদলের নেতা কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।