সিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।আজ রাতে নগরীর মীরের ময়দানস্থ একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে বিশিষ্ট সমাজবিজ্ঞানী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী বলেন- বর্তমান দুঃসময় থেকে উত্তরন পেতে হলে সকল মেধার মিলন ঘটাতে হবে। এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে লেখনী শক্তির মাধ্যমে তা প্রতিহত করতে হবে। তাহলেই শহীদ জিয়ার এই শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সফল ও সার্থক হবে।সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ডা. মো. শামীমুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহম্মদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন শাহাদাৎবার্ষিকী পালন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী, কৃষিবিদ ডা. সিদ্দিকুল ইসলাম, অধ্যাপক খসরুজ্জামান, অধ্যক্ষ সিফাত আলী, ডা. মো. নাজমুল ইসলাম, এডভোকেট নোমান মাহমুদ, ডা. মোসাদ্দেক চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, কৃষিবিদ ড. আতোয়ার রহমান, শিক্ষক মারুফ, প্রকৌশলী জয়নাল ইসলাম, শাবি শিক্ষক অধ্যাপক শাহ মো. আতিকুল হক প্রমুখ।
সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের উদ্যোগে আলোচনা সভা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৯, ২০১৫ | ১১:০৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »