সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

ছাতকে মসজিদের ইমামকে নিয়ে সংঘর্ষ, আহত ৪০

daily-sylhet-s12সিলেটপোস্টরিপোর্ট:মসজিদের ইমামকে কেন্দ্র করে ছাতকের পল্লীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ৪০ ব্যক্তি আহত হয়েছে। এতে গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুরুতর আহতরা হলেন, জামিল আহমদ(১৮), আব্দুন নূর(৪০), হাজী নূর মিয়া(৬০) ও আব্দুর রাজ্জাক(৩২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া সাহাব উদ্দিন(১৯), মানিক মিয়া(৪০), মিলন উদ্দিন(১৮), এহিয়া(২৬), মাহমুদুল হক(২৫), মইনুল(২০), শাকিল(২১), সালেহ আহমদ(১৮), হাসমত খাঁ(৩৮), আজিজুর রহমান(১৮), সাইদুল হক(২৩), আব্দুল মমিন(২৫), আতাউর রহমান(১৭), বিলাল আহমদ(৪৫), আবুল হাসনাত(৩৪), এমদাদ(২৮),সমীর আলী(৩০), আব্দুর রহমান(২২), জুবায়ের আহমদ(২২), সাবুদ্দিন(১৮), মাহফুজ(১৬), তাজ উদ্দিন(২৭)সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামের মৃত মুহাম্মদ উল্লাহর পুত্র ইসবর আলী ও একই গ্রামের আলকাছ আলীর পুত্র শফিকুল ইসলাম পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় দু’মাস আগে গ্রামের জামে মসজিদের ইমামকে বিদায় করা নিয়ে শফিকুল ইসলাম ও ইসবর আলী পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে গ্রামের লোকজনও দু’টি ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিষয়টি নিষ্পত্তির জন্য আজ আশপাশের গণ্যমান্য ব্যক্তিবর্গ আগিজাল মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে উভয় পক্ষকে সালিশের প্রস্তাব দেন। এসময় মসজিদ প্রাঙ্গনে ইসবর আলী পক্ষের বদরুল হক ও শফিকুল ইসলামের পুত্র সাগরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে।খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আধঘন্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের ৪০ ব্যক্তি আহত হয় বলে জানান তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.