সিলেটপোস্টরিপোর্ট:মসজিদের ইমামকে কেন্দ্র করে ছাতকের পল্লীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ৪০ ব্যক্তি আহত হয়েছে। এতে গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুরুতর আহতরা হলেন, জামিল আহমদ(১৮), আব্দুন নূর(৪০), হাজী নূর মিয়া(৬০) ও আব্দুর রাজ্জাক(৩২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া সাহাব উদ্দিন(১৯), মানিক মিয়া(৪০), মিলন উদ্দিন(১৮), এহিয়া(২৬), মাহমুদুল হক(২৫), মইনুল(২০), শাকিল(২১), সালেহ আহমদ(১৮), হাসমত খাঁ(৩৮), আজিজুর রহমান(১৮), সাইদুল হক(২৩), আব্দুল মমিন(২৫), আতাউর রহমান(১৭), বিলাল আহমদ(৪৫), আবুল হাসনাত(৩৪), এমদাদ(২৮),সমীর আলী(৩০), আব্দুর রহমান(২২), জুবায়ের আহমদ(২২), সাবুদ্দিন(১৮), মাহফুজ(১৬), তাজ উদ্দিন(২৭)সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামের মৃত মুহাম্মদ উল্লাহর পুত্র ইসবর আলী ও একই গ্রামের আলকাছ আলীর পুত্র শফিকুল ইসলাম পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় দু’মাস আগে গ্রামের জামে মসজিদের ইমামকে বিদায় করা নিয়ে শফিকুল ইসলাম ও ইসবর আলী পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে গ্রামের লোকজনও দু’টি ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিষয়টি নিষ্পত্তির জন্য আজ আশপাশের গণ্যমান্য ব্যক্তিবর্গ আগিজাল মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে উভয় পক্ষকে সালিশের প্রস্তাব দেন। এসময় মসজিদ প্রাঙ্গনে ইসবর আলী পক্ষের বদরুল হক ও শফিকুল ইসলামের পুত্র সাগরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে।খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আধঘন্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের ৪০ ব্যক্তি আহত হয় বলে জানান তারা।
ছাতকে মসজিদের ইমামকে নিয়ে সংঘর্ষ, আহত ৪০
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৯, ২০১৫ | ১১:২৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »