সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

সিলেটের বিশ্বনাথে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটার অভিযোগ

সিলেটপোস্টরিপোর্ট:11122-copy2বিশ্বনাথে দখলকৃত ৭৬ একর জায়গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চৈতননগর গ্রামের আজিজুর রহমানের স্ত্রী রাজিয়া বেগম বাদি হয়ে ৯ বিবাদীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০-১২ জন আসামীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার সাহায্য চেয়ে বিশ্বনাথ উপজেলা নিবার্হী কর্মকর্তা, সিলেট ডিআইজি, এসএমপি পুলিশ কমিশনার, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ও র‌্যাব-৯ বরাবরে সম্প্রতি লিখিত অভিযোগ দায়ের করেছেন।ওই জায়গার দখল নিতে এসএমপি জালালাবাদ থানার একটি রাজনৈতিক মামলায় জড়িয়ে তার স্বামী আজিজুর রহমানকে জেলে পাঠানো ও বাদিনীর পরিবারকে হত্যা, গুমসহ বিভিন্ন ধরনের হয়রানী ও হুমকী দামকী অব্যাহত রেখেছে বিবাদীরা।অভিযোগে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার মৌলভীরগাঁও  মৌজার  ৫৩ নং জেএল ১ ও ১ খতিয়ানের ১৯৩০,২৩২০ নং সাবেক দাগের, বর্তমানে ২০৮৩,২০৩৭ হাল দাগের ৭৬ একর সাইল রকম ভুমি আজিজুর রহমান তার স্ত্রী রাজিয়া বেগম দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। একই এলাকার আফতাব আলীর ছেলে সাইফুল আলম, তার ভাই মোঃ বদরুল আলম, সদর আলম গংরা ওই ভুমির জোরপুর্বক দখল নিতে দীর্ঘদিন ধরে পায়তারা ও আজিজুর রহমানের পরিবারকে ভয়ভীতি হুমকী ও দামকী দিয়ে আসছিল। এতে আজিজুর রহমান বিশ্বনাথ সহকারী জজ আদালতে ১২ নং একটি স্বত্ত্ব মোকদ্দমা দায়ের করেন। এতে বিবাদীরা আরো আক্রোন্বিত হয়ে উঠে।এক পর্যায়ে বিবাদী সাইফুল আলম গংরা ওই ভুমির দখল নিতে গত ২১ মে রাত ১ টা হতে ভোর ৫টা পর্যন্ত দেশীয় অস্ত্রসস্ত্র  সঞ্জিত হয়ে উক্ত ভুমি হতে মাটি কাটার প্রস্তুতি নেয়। তখন রাজিয়া বেগম এমন সংবাদ পেয়ে তাদের বাধাঁ দেন। এতে দুর্বৃত্তরা তার বাঁধা অমান্য করে জোরপুর্বক তার জায়গা থেকে ৪শ’ ফুট লম্বা ও ৩ ফুট প্রস্থ রাস্তার মাটি কাটিয়া ২/৩ লাখ টাকা ক্ষতিসাধন করে।রাজিয়া বেগমের অভিযোগ থেকে আরো জানা যায়, মাটি কাটার সময় বিবাদী সাইফুল আলম গংরা বলে যে,“তোর জামাইকে বিস্ফোরক মামলায় জেল হাজতে প্রেরণ করিয়াছি এবং তোকেও দুনিয়া হতে বিদায় করে দেব,এ জায়গা জমি নিয়ে তুই বেশী বাড়াবাড়ি করিস না”। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।সংবাদ পেয়ে থানা পুলিশ সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের কাজে বাধা প্রদান করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে রাজিয়া বেগমের স্বামী আজিজুর রহমান বাদি হয়ে বিবাদীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় গত ৬ মে ১৯৬ নং একটি জিডি এন্ট্রি করেন। এর আগে গত ২৮ এপ্রিল উক্ত ভুমিতে কোন প্রকার কার্যক্রম এবং প্রবেশ না করার জন্যও বিবাদীগণদের উপর আদালত নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু বিবাদীগণ এসব আইন-কানুনের তোয়াক্কা না করে তারা দখলীয় ভুমিতে জোরপুর্বক পুর্বের মতো কার্যকলাপ ও হত্যা করে আজিজুর রহমানের পরিবারকে গুম করার হুমকী-দমকী দিয়ে আসছে।এমতাবস্থায় ভবিষ্যতে তার ভুমিতে বিবাদীরা কোন প্রকার কার্যক্রম না করতে পারে সে জন্য রাজিয়া বেগম বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিশ্বনাথ উপজেলা নিবার্হী কর্মকর্তা, সিলেট ডিআইজি,এসএমপি পুলিশ কমিশনার, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ও র‌্যাব-৯ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এখন রাজিয়া বেগম তার স্বামী জেলে থাকায় বিবাদীদের অব্যাহত হুমকী-দামকীর কারণে ছোট-ছোট ছেলে মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতাই ভুগছেন বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.