সিলেট পোষ্ট রিপোর্ট: এসএসসি পরীক্ষার ফলাফল শনিবার সকালে প্রকাশিত হয়েছে। এবার এসএসসিতে সিলেটে পাসের হার ৮১ দশমিক ৮২ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৪৫২ শিক্ষার্থী। তবে এবার পাসের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে। গতবার পাসের হার ছিল ৮৯ দশমিক ২৩ ভাগ। এ ছাড়া জিপিএ ৫ পেয়েছিল ৩ হাজার ৩৪১ জন শিক্ষার্থী।
শনিবার সকালে সাড়ে ১০টার দিকে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান এই ফলাফল ঘোষণা করেন।
এবার সিলেট শিক্ষা বোর্ড মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ২৪৫ জন। ছেলে ৩২ হাজার ৪১৩ জনের মধ্যে পাস করেছে ২৬ হাজার ৯৬৬ জন। ছেলেদের পাসের হার ৮৩ দশমিক ২০ ভাগ। অন্যদিকে ৩৯ হাজার ৬১১ জন মেয়ে শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৩১ হাজার ৯৬৬ জন। মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৭০ ভাগ।