গোলাপগঞ্জ প্রতিনিধি:গোলাপগঞ্জ উপজেলা শেখপুর ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ অর্থ, স্বার্নালংকার,ল্যাপটপ নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। শুক্রবাররাত রাত ৩টার দিকে ওই ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিক সূত্রে জানা গেছে,মীরগঞ্জ বাজারে ব্যবসায়ী আলতাফ হোসেনের বাড়িতে ১০ থেকে ১২ জনের ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয় শুক্রবার রাতে।এরপর ডাকাতরা বলে কোনো শব্দ করলে শেষ করে ফেলব, যা যা আছে সব দিয়ে দেও। এরপর ঘরের আলমিরা ভেঙে নগদ প্রায় লাখ টাকা, সোনা, একটি ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে বলে জানান বাড়ির মালিক. তারা আরো জানান, ডাকাতদলের সদস্যরা সবাই জ্যাকেট ও হাফ প্যান্ট পরা ছিল এবং বয়সে সবাই যুবক ছিল।ঘটনার খবর পেয়ে শেখপুর মসজিদের মোয়াজিন তাজির উদ্দিন মসজিদের মাইকে এলাস দেন এলাকা বাসি খবর পেয়ে রাতেই দ্রুত সেখানে ছুটে যান ,ঘটনার খবর পেয়ে রাতেই দ্রুত সেখানে ছুটে যান গোলাপগঞ্জ থানার পুলিশ ডাকাতদল একটি পিকাপে করে যাচ্ছিল।ধারাবহর এলাকায় পুলিশ তাদের পিছুনিলে পুলিশের তাড়া খেয়ে বেপরোয়া চালাতে গিয়ে গাড়িটি এক্সিডেন্ট করে। তখন ৫জন ডাকাত ধরাপড়ে বাকিরা পালিয়ে যায়। উপস্থিত জনতা এবং পুলিশ পহার করে,এতে গুরুতর অবস্তুা দেখাদিলে ৩জনকে উসমানি মেডিকেলে ও ২ জনকে ধারাবহর হাসপাতালে নেয়া হয় জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে তিনি জানান।
গোলাপগঞ্জ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ,আটক ৫
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩০, ২০১৫ | ১:৪৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »