সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর মানিকপীর রোডের চারাদিঘীরপার গলির মুখে এক ছাত্রী ছিনতাইর শিকার হয়েছেন। ছিনতাইকারীরা ছাত্রীর সঙ্গে থাকা ২৫ হাজার টাকা দামের একটি ট্যাব ও একটি সিম্পনী মোবাইলসেটসহ হ্যান্ড ব্যাগ নিয়ে গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।সওদাগরটুলার ৩২ নং বাসার বাসিন্দা মো: দিলোয়ার হোসেন জানান, তার কিশোরী মেয়ে ব্রিটিশ কাউন্সিলের ও লেভেলের শিক্ষার্থী। শুক্রবার রাত ৮টার দিকে জিন্দাবাজার কোচিং শেষে বাসায় ফিরছিলো। মানিকপীর রোডের চারাদিঘীরপার গলির মুখে আসা মাত্র নয়াসড়ক দিকে থেকে আসা একটি মোটরসাইকেল রিকশার পাশে থামে। কিছু বুঝে উঠার আগেই মোটরসাইকেলের পিছনে বসা যুবক ঝপটা মেরে শারমিনের সাথে থাকা ব্যাগ নিয়ে যায়। এতে ২৫ হাজার টাকা দামের একটি ট্যাব ও সিম্পনী মোবাইলসেট ও এক হাজার টাকা ছিলো।মো: দিলোয়ার হোসেন জানান, বিষয়টি দ্রুত কতোয়ালী থানা পুলিশকে জানানো হয়েছে।এরপর সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।দিলোয়ার হোসেন অভিযোগ করেন- মানিকপীর রোডে ঘন ঘন ছিনতাইর ঘটনা ঘটছে। কমিউনিটি পুলিশিং এর সভায় উপস্থিত থাকা এসএমপির কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি। এরপরও এ রোডে টহল বাড়ানো হয়নি। ফলে বরাবরই ছিনতাইর ঘটনা ঘটছে।সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল হোসেন জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশি টহল জোরদার করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।
চারাদিঘীরপার গলির মুখে ছিনতাইয়ের শিকার ব্রিটিশ কাউন্সিলে পড়ুয়া ছাত্রী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩০, ২০১৫ | ২:০৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »