সিলেটপোস্টরিপোর্ট:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স এবং সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার যৌথভাবে দু’দিনব্যাপি এই কর্মশালার আয়োজন করে।সম্প্রতি একাডেমিক ভবন ‘ই’ এর ১২৮ নং কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং(পিএমই) বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহেদুল হোসেন এর সভাপতিত্বে এবং প্রভাষক লাবিবা নুসরাত জাহান এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহির বিন আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএমই বিভাগের প্রধান ড. মোঃ ফরহাদ হাওলাদার। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন টোটাল সলিউশন্স এর ‘এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেফটি ও ক্যারিয়ার কন্সাল্টেন্ট’ ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম।দু’দিন ব্যাপী এ কর্মশালায় তেল-গ্যাসক্ষেত্রের সেফটি,পরিবেশগত সতর্কতা ও বর্তমান ক্ষেত্রের প্রযুক্তি এবং রিস্ক এসেসমেন্ট নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভুমিকম্পের উপরও প্রশিক্ষক আলোকপাত করেন এবং সতর্কতামূলক ব্যবস্থার ব্যাপারে কথা বলেন ।কর্মশালায় পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় এবং চতুর্থ বর্ষের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন জানান,২০১০ সালের সেপ্টেম্বর থেকে ‘সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স’, ‘সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার’ পিএমই বিভাগে ভবিষ্যৎ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করে আসছে।
শাবিতে ‘এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম’ কর্মশালা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩০, ২০১৫ | ২:১১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »