সিলেটপোস্টরিপোর্ট:প্রতিবারের ন্যায় এবারও শত ভাগ সাফল্য নিয়ে মেধা তালিকায় ৭ম স্থান অর্জন করে নিয়েছে সিলেটের ন্যাশনাল কারিকুলামে ইলিংশ মিডিয়াম স্কলার্স হোম স্কুল এন্ড কলেজ। এবারের এসএসসি পরীক্ষায় এ স্কুল থেকে ১০৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০৩ জন এসএসসিতে উক্তীন হয়। এসএসসি পরীক্ষায় “ অ+ পেয়েছে ৫৩ জন, ‘অ’ পেয়েছে ৪৫ জন ‘অ-’ মায়নাস পেয়েছে ২জন, ই পেয়েছে ১জন, ঈ পেয়েছে ২জন।বিজ্ঞান শাখা থেকে ৭১ জন পরীক্ষার্থী অংশনেন এতে “ অ+’ প্লাস পেয়েছে ৫৩ জন, অ পেয়েছে ১৮ জন। কমার্স শাখা থেকে অংশ নেন ৩২ জন শিক্ষার্থী এর মধ্যে অ পেয়েছেন ২৭ জন, অ- পেয়েছে ২ জন, ই পেয়েছে ১জন, ঈ পেয়েছে ২জন। স্কলাস হোমের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারে (অব:) জুবাবের সিদ্দিকী শতভাগ অভিবাবক এবং শিক্ষকসহ সংশ্লিস্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। আগামী দিনগুলোতেও সাফল্যের এই ধারা বজায় রাখার আশা ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি
সিলেট শিক্ষাবোর্ডে ৭ম স্থানে স্কলার্স হোম স্কুল এন্ড কলেজ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩০, ২০১৫ | ৪:২০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »