সিলেটপোস্টরিপোর্ট: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আজ নগরীর কোর্ট পয়েন্টে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা।সমাবেশে বক্তারা অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের জোর দাবি জানান। তারা নতুনভাবে অর্পিত সম্পত্তি তালিকাভুক্ত করার প্রতিবাদ জানান।এতে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য্য, এড. নিরঞ্জন কুমার দে, রামেন্দ্র বড়ুয়া, গোপীকা শ্যাম পুরকায়স্থ, দানেশ সাংমা, ফিলিপ বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, ছাত্র-যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এড. বিভাবসু গোস্বামী বাপ্পা, সিলেট জেলা শাখার সভাপতি এড. রঞ্জন চন্দ্র ঘোষ, প্রদীপ দে, জ্যোতিমোহন বিশ্বাস, অরুণ কুমার বিশ্বাস, বিজয় ধর, বীনেশ কর দুলু, হিমাদ্রী চক্রবর্তী, সুব্রত দেব, অমলেন্দু দেব পুরকায়স্থ, সাংবাদিক শংকর দাশ, নিখিল দে, রাখাল সরকার প্রমুখ।
সিলেটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩০, ২০১৫ | ৮:২০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »