সিলেটপোস্টরিপোর্ট:নিরাপদ মাতৃত্ব নিশ্চিত বিষয়ক কর্মশালায় বক্তারা বলেছেন, প্রসব পরবর্তী ৩ দিন মাতৃ ও শিশুমৃত্যু ঝুকি বেশি থাকে। এ সময় মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে ৩ দিনের পাহারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রসূতি মা ও নবজাতককে পাহারার মাধ্যমে জটিলতা নিরসন করে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিলে মা ও নবজাতকের মৃত্যুর ঝুকি কমে আসে। আর এ কারণে সূর্যের হাসি ক্লিনিক পরিচালিত ৩ দিনের পাহারা দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে।আজ শনিবার নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সূর্যের হাসি ক্লিনিক কানাইঘাট শাখার উদ্যোগে কমিউনিটি সার্ভিস প্রোভাইডারদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে বক্তারা এ কথা বলেন।কর্মশালায় বক্তারা আরো বলেন, গর্ভবতী মায়ের প্রধান প্রধান জটিলতা সমূহ হল প্রচুর রক্তক্ষরণ, এক্লাম্পশিয়া, দীর্ঘ প্রসব বেদনা, প্রসবকালীন সময় (প্রসব ব্যথা ওঠার পর থেকে তিন দিন) তিনদিন পাহারা দিতে হয়।ক্লিনিক ম্যানেজার ডা. হেলাল আহমদের সভাপতিত্বে ও সার্ভিস প্রোমোটর নাজিম উদ্দিনের পরিচালনায় কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্রুপের সভাপতি দিলীপ কুমার চন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট পৌরসভার কমিশনার ফয়জুন্নেছা বেগম।কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সার্ভিস প্রমোটর বাহার উদ্দিন, প্যারামেডিক শাহানা বেগম, রোকসানা খাতুন, এডমিন এসিস্ট্যান্ট এমএ শাহিদ, কাউন্সিলর সিদ্দিকা বেগম, ক্লিনিক এইড কৃষ্ণা রানী চন্দ প্রমুখ। সভার শেষে সচেতনতামূলক একটি র্যালী কানাইঘাট পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সূর্যের হাসি ক্লিনিকে গিয়ে শেষ হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা প্রসবকালীন ৩ দিনের পাহারা মৃত্যুহার রোধে ভূমিকা রাখছে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩০, ২০১৫ | ৮:৪৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »