সিলেটপোস্টরিপোর্ট:এসএসসি পরীক্ষার ফলাফলে জগন্নাথপুর উপজেলায় এবার স্কুলে পাসের হার ৮৬.১০ এবং মাদ্রাসায় ৯০.৮৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে স্কুলে ১৫টি আর মাদ্রাসায় ১০টি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এসএসসি পরীক্ষায় ২৮টি স্কুল থেকে ১৫২৫জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করে ১৩১৩ জন শিক্ষার্থী। ১৭টি মাদ্রাসা থেকে ৫৬৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫০৮ জন পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ১০জন শিক্ষার্থী।শতভাগ পাসের মধ্যে পাটলী উচ্চ বিদ্যালয় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। মাদ্রাসা সৈয়দপুর সৈয়দিয়া সামছিয়া আলীম মাদ্রাসা, চড়া জামেয়া দাখিল মাদ্রাসা ও শাহজালাল জামেয়া মাদ্রাসায় অংশ নেয়া শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।জিপিএ-৫প্রাপ্ত বিদ্যালয়গুলোর মধ্যে ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় সাতটি জিপিএ-৫ পায়। স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী, নয়াবন্দর স্কুল এন্ড কলেজে থেকে তিনজন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় দুটি এবং চিলাউড়া উচ্চ বিদ্যালয় একটি ও পাড়ারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।মাদ্রাসার মধ্যে ইকড়ছই সিনিয়র আলীম মাদ্রাসা থেকে তিনজন, হলিয়ারপাড়া আলীম মাদ্রাসা থেকে দুইজন সৈয়দপুর সৈয়দিয়া সামছিয়া আলীম মাদ্রাসা থেকে একজন ও চড়া জামেয়া মাদ্রাসা থেকে তিনজন ও পূর্ব বুধরাইল দাখিল মাদ্রাসা থেকে একজন জিপিএ-৫ পায়।
জগন্নাথপুরে পাসের হার স্কুলে ৮৬.১০ এবং মাদ্রাসায় ৯০.৮৮
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩০, ২০১৫ | ৯:৫৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »