সিলেটপোস্টরিপোর্ট:নগরীর দক্ষিণ সুরমায় ড্রেন, নালা, খাল ভরাট ও পর্যাপ্ত ড্রেন না থাকায় ও ড্রেন নালা দখলের কারণে সামান্য বৃষ্টি হলে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের অধিকাংশ বাড়িঘরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে নাগরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দু’দিনের অবিরাম বৃষ্টির ফলে, গোটাটিকর, পাঠানপাড়া, কদমতলী, মোমিনখলা, ঝালোপাড়া, ভার্থখলা, খোজারখলা, পিরিজপুর, কায়স্থরাইল. লাউয়্ইা, দাউদপুর সহ পাড়াগুলোর রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বাসা বাড়িতে ময়লা পানি ঢুকে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে জলাবদ্ধতার কারণে নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, গোটাটিকর মাদরাসা, জহির-তাহির মেমোরিয়াল স্কুল, কায়স্থরাইল স্কুল, লাউয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়, কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাউথ সুরমা হাইস্কুল সহ বেশ কয়েকটি মাদ্রাসার সামনে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদেরকে দুর্ভোগে পড়তে হয়।সিটি কর্পোরেশনে আওতাধীন এই ৩টি ওয়ার্ড থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পরিকল্পিতভাবে পর্যাপ্ত ড্রেন নালা নির্মাণ করা হচ্ছে না। অপরদিকে বাড়িঘর, দোকানপাট ও মার্কেট নির্মাণের ক্ষেত্রে কেউ নিয়ম কানুন তোয়াক্কা করছেন না। ইচ্ছামতো মাটি ভরাট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে মার্কেট, দোকান ও বাসাবাড়ির রাস্তা নির্মাণ করা হচ্ছে। ফলে বৃষ্টির পানি জমাট হয়ে কৃত্রিম বন্যায় পরিণত হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগী মহল।
বৃষ্টিতে দুর্ভোগ দক্ষিণ সুরমার তিন ওয়ার্ডের বাসিন্দাদের
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩১, ২০১৫ | ২:১৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »