গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে মহিলা শিশুসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের আব্দুল মুমিন ও আব্দুস সাত্তারের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় । আহতরা হলেন- লক্ষীপ্রসাদগ্রা মের মৃত বশির মিয়ার ছেলে আব্দুল মুমিন (২১), জামিল আহমদ (২২), স্ত্রী আঙ্গুরা নেছা (৭৫), মেয়ে রেজিয়া বেগম (৪০), মৃত শহিদ আলীর ছেলে আকবর আলী (৪৫), মাহতাব উদ্দিনের ছেলে আবুবক্কর (১৩)। অন্যদের নাম জানা যায়নি। তবে আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন অবস্তায আছেন বলে জানা গেছে।