সিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশ শিশু একাডেমী সিলেট জেলা শাখার পক্ষ থেকে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী ২০১৫ রিকাবীবাজার কবি নজরুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গত ৩০ মে দু’কবির জন্মজয়ন্তী উপলক্ষে সকাল থেকে আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নৃত্যের ‘গ’ বিভাগে প্রিয়াশ্রী কর পিউ একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্ট (এমকা) এর শিক্ষার্থী হয়ে অংশগ্রহণ করে। শান্তনা দেবীর কোরিওগ্রাফে’ “ঘরেতে ভ্রমর এলো” আনুশার কণ্ঠের রবীন্দ্র সংগীতে নৃত্য পরিবেশন করে প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগীতার বিচারকের দায়িত্ব পালন করেন অনিতা সিনহা ও নিলাঞ্জনা দাশ যুঁই। উল্লেখ্য যে গত ২৯শে মে সিলেট নজরুল পরিষদ আয়োজিত উক্ত স্থানে নৃত্য প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে সে অংশ গ্রহণ করে। “রুমঝুম রুমঝুম কে বাজায়” সজীবের কণ্ঠে নজরুল সংগীতে পার্থ প্রতিম দাশের কোরিওগ্রাফে নৃত্য পরিবেষন করে দ্বিতীয় স্থান অর্জন করে। কবি গুরু বিদ্রোহী কবি দুই নক্ষত্রের প্রতি শ্রদ্ধা নিবেদনে গত ৩০ মে জেলা শিল্পকলা একাডেমী সিলেট আয়োজিত শাহী ঈদগাহ মিলনায়তনে রাত ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রিয়াশ্রী কর পিউ শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী হয়ে উদ্বোধনী নৃত্য বিপুল শর্মার কোরিওগ্রাফে “আনন্দ ধারা ও অঞ্জলি লহমোর” গানে দলীয় নৃত্য পরিবেশন করে এবং পরে একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্ট (এমকার) শিক্ষার্থী হয়ে শান্তনা দেবীর কোরিওগ্রাফে “এসো শ্যামলও সুন্দরও” রবীন্দ্র সংগীতে দলীয় নৃত্য পরিবেশন করে।
রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তীতে নৃত্যে প্রিয়াশ্রী কর পিউ প্রথম স্থান
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১, ২০১৫ | ১২:৪২ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »