প্রেস বিজ্ঞপ্তি:সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমূখী বাইপাস পয়েন্টস্থ স্বপ্নীল ফার্নিচার এন্ড হোম ডেকর ২’র শুভ উদ্বোধন গতকাল শনিবার বিকেলে অনুষ্টিত হয়। উদ্ভোধন করেন খাজা মহল মার্কেটের সত্ত্বাধিকারী ও ইনকামটেক্স আইনজীবী অধ্যাপক এম শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জইন উদ্দিন, প্রবাসী চান মিয়া, শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, সিলেট ফেমাস ডেভলাপম্যান্ট’র সভাপতি জুবায়ের আহমদ লাল প্রমূখ।
তেমূখী বাইপাসে স্বপ্নীল ফার্নিচার এন্ড হোম ডেকর’র যাত্রা শুরু
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১, ২০১৫ | ১২:৫০ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »