সিলেটপোস্টরিপোর্ট:ব্যবসা সফল ‘বাজিগর’ ছবির সেই জাদুকর শিল্পা শেঠি। তিনি নামছেন এবার রেডিও আরজে ভূমিকায়। লন্ডনভিত্তিক ব্রডকাস্ট চ্যানেল বিবিসি রেডিও ২-তে তিনি আরজে হিসেবে অনুষ্ঠান পরিচালনা করবেন। অনুষ্ঠানটি এ বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে। ইন্সটাগ্রামে তিনি তার ছবিও প্রকাশ করেছেন।অনুষ্ঠানটি পরিচালনায় শিল্পার সঙ্গে আরও থাকবেন বলিউডের সূর সম্রাজ্ঞী লতা মুঙ্গেশকর এবং প্রযোজক ক্যারেন জোহার বলে জানা গেছে।অনুষ্ঠানটি লন্ডনের বিবিসি স্টুডিও থেকে ব্রডকাস্ট হবে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন শিল্পা নিজেই। এটিই রেডিওতে তার প্রথম কাজ। বলিউড এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি একজন ব্যবসা সফল উদ্যোগক্তা। তার একটা জুয়েলারী দোকান রয়েছে। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের বড় দল রাজস্থান রয়েলস-এর যৌথ মালিক এবং একজন সফল ফিটনেস বিশেষজ্ঞ।২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্ডুকে বিয়ে করেন শিল্পা। এর আগে তিনি রিয়্যালিটি শো ‘নাচ বালিয়া ৫’ এবং ‘নাচ বালিয়া ৬’-এর বিচারক ছিলেন।
‘বাজিগর’ এর সেই শিল্পা বিবিসি রেডিওতে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১, ২০১৫ | ১:৩৫ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »