সিলেটপোস্টরিপোর্ট:নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়ে সংঘর্ষের ঘটনায় এরশাদ নামের এক যুবককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। এছাড়া, সংঘর্ষে আহত মহিলা শিশুসহ ৭ জন চিকিৎসা নিয়েছেন।রোববার রাত ৮টা থেকে ১১টার মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ছাত্রদল ও তরুণ লীগের কর্মীদের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইলেকট্রিক সাপ্লাইয়ের কলবাখানি ছাত্রদল কর্মী সুমন- জুমন গ্রুপ তরুণ লীগে সদ্য যোগদানকারী এরশাদের বাসায় হামলা চালায়। এ ঘটনায় এরশাদ বিমানবন্দর থানায় একটি এজাহার দিয়ে আসে। এর পরপরই এরশাদ টিলাগড় থেকে তরুণলীগের একটি গ্রুপ নিয়ে ট্রাকে করে সুমন জুমনদের বাসায় হামলা চালায়। প্রতিবাদে সুমন জুমন গ্রুপের কর্মীরা পুনরায় কলবাখানীর ৭১ নং বাসায় হামলা চালায়। এ সময় ফাতেমা টেইলার্স, জান্নাত স্টোরসহ বেশকটি দোকান ভাংচুর করা হয়। ভাংচুর করা হয় কয়েকটি গাড়িও। এ সময় সুমন জুমন গ্রুপের কর্মীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে এরশাদসহ তার ফুফু, জাদিদ (১৪), জুবায়ের (১০) সহ অন্তত ১০ জন আহত হয়।সংঘর্ষের পর পুলিশ এরশাদের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।এয়ারপোর্ট থানার ওসি গৌসুল হোসেন জানান, রাত ৮টার দিকে কলবাখানির ৭১ নং বাসা থেকে রেহানা নামের এক মহিলা ফোন করে জানান তার বাসায় সুমন, জুমন ও মুন্নাসহ কয়েকজন এসে হামলা করেছেন। এই ঘটনায় এরশাদ থানায় অভিযোগ দিয়েও আসে। এরপর বাসায় ফিরে সে প্রতিপক্ষের বাসায় হামলা চালায়। জিজ্ঞাসাবাদের জন্য এরশাদকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানান ওসি।
ইলেকট্রিক সাপ্লাইয়ে তরুণ লীগের সংঘর্ষের ঘটনায় যুবক আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১, ২০১৫ | ২:০৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »