সিলেটপোস্টরিপোর্ট:হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকায় সুরমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী বাসচালক মুছাব্বির (৪০) ও দেবর পরিবহন শ্রমিক মাসুক মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানান, সদর উপজেলার কাটাখালি গদাইনগর গ্রামের কিতার আলীর মেয়ে সুরমা আক্তারকে ধুলিয়াখাল গ্রামের আব্দুল হাই’র ছেলে মুছাব্বির বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে ২ মেয়ে ও ১ ছেলের জন্ম হয়। গত শনিবার বিকেলে গৃহবধূ সুরমা পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে পাশের বাড়ি থেকে চাউল গুড়া করার জন্য ‘ছিয়া ঘাইল’ আনতে যান সুরমা। এরপর থেকে সুরমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৯টার দিকে তার লাশ বাড়ির পাশের পুকুর পাড়ে দেখতে পান আশপাশের লোকজন। পরে সুরমাকে জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুরমার ভাই আখলাস মিয়া দাবি করেন, তার বোনকে স্বামী ও দেবর খুন করেছে। এদিকে সুরমার শাশুড়ি দাবি করেন, জিন ভুতে সুরমাকে মেরে ফেলেছে। সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, সুরমার গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে সুরমাকে খুন করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী মুছাব্বির ও দেবর মাসুককে শনিবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ ধুলিয়াখালে গৃহবধূ হত্যার সাথে জড়িত সন্দেহে স্বামী ও দেবর আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১, ২০১৫ | ৩:০৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »