সিলেটপোস্টরিপোর্ট:কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলী আজগর নামে এক ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।এ ঘটনায় অন্তত ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।পুলিশ জানায়, নিহত ডাকাত সদস্য ডুলাহাজারা এলাকার নুরুল আমিনের ছেলে। আজ দুপুর দেড়টার সময় চকরিয়া মেধা কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে এস আই সুকান্তের নেতৃত্বে পুলিশের একটি টিম ডাকাতি প্রচেষ্টার খবর পেয়ে সেখানে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও ৪৩ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। পরে সেখান থেকে আটক করা হয় মো. শেখা নামের এক ডাকাতকে। উদ্ধার করা হয় দু’টি অস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ব্যবহৃত ২২টি খোসা। বন্দুকযুদ্ধের এ ঘটনায় চকরিয়া থানার এস আই আলমগীরসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২, ২০১৫ | ৫:৩৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »