সিলেটপোস্টরিপোর্ট:বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে সালাউদ্দিন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ তার ছোট ভাই আব্দুল জাহির ও মেম্বার আবুল কালাম (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মেম্বার আবুল কালামের সাথে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন যাবত চলে আসছে একই এলাকার প্রভাবশালী কাজল মিয়ার। গতকাল সোমবার বিকাল ৫টায় এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে প্রভাবশালী কাজল মিয়ার লোকজন কালাম মেম্বার ও তার ভাইদের উপর অতর্কিত হামলা চালায়। এতে মেম্বার আব্দুল কালাম ও আব্দুল জাহির আহত হয়। এসময় উভয় পক্ষের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়। নিহত সালাউদ্দিন উজিরপুর গ্রামের মনছব উল্লাহর পুত্র।
বানিয়াচং উজিরপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত -১
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২, ২০১৫ | ৬:০৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »