সিলেটপোস্টরিপোর্ট:সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও ও নারায়ণতলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭১৮ বোতল অফিসার্স চয়েস ও এসি প্লাস ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এর মধ্যে ৬৭০ বোতল অফিসার্স চয়েস ও ৪৮ বোতল এসিপ্লাস।মঙ্গলবার ভোর ৪টার দিকে পৃথক অভিযান চালিয়ে মদগুলো জব্দ করা হয়।সুনামগঞ্জ-৮ বিজিবি জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা সীমান্ত এলাকায় নারায়ণতলা বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ৪৮ বোতল এসিপ্লাস ও ৯৪ বোতল অফিসার্স চয়েস ভারতীয় মদ এবং একই উপজেলার বনগাঁও বিওপির নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবির জোয়ানরা অপর এক অভিযান চালিয়ে বনগাঁও সীমান্ত এলাকা থেকে ৫৭৬ বোতল অফিসার্স চয়েস ভারতীয় মদ জব্দ করে।সুনামগঞ্জ-৮ বিজিবির অপারেশন অফিসার মেজর মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৭৭ হাজার টাকা।
সুনামগঞ্জ বনগাঁও ও নারায়ণতলা সীমান্তে ৭১৮ বোতল মদ জব্দ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২, ২০১৫ | ৯:৪৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »