সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর জেলরোডস্থ হোটেল আল ফয়েজ থেকে ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- ঢাকা জেলার সবুজবাগ থানার উত্তর বাসাবো ৪০ নং বাসার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. নজরুল ইসলাম, কুমিল্লা জেলার দাউদকান্দি থানাও তুজার ভাঙ্গা গ্রামের বাসিন্দা হাজী রুহুল আমিনের ছেলে মো. সুমন মিয়া(৩০) ও সিলেট জেলার বিয়ানিবাজার থানার সাপা গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে মো. রুবেল আহমেদ (২৯)।র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জেলরোডস্থ আল ফয়েজ হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এ সময় ওই হোটেলের ২৩ নং কক্ষ থেকে নজরুল, সুমন ও রুবেল নামের তিনজন আসামীকে আটক করা হয়েছে। আটকৃতদের কাছ থেকে ৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।