সিলেটপোস্টরিপোর্ট:চট্টগ্রাম বেড়াতে এসে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছ আসাদুল মিয়া নামে (১০) বছরের এক শিশু। জানা যায়, চাচার বাসায় বেড়াতে এসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় সে।মঙ্গলবার রাত ৯টার দিকে পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় নৃশংস এই হত্যাকা-ের ঘটনা ঘটে।নিহত আসাদুল ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল থানার দামুরা গ্রামের মো. মোখতার মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল নগরীর মোহাম্মদপুর এলাকার মোবারক আলী সড়কের টুনু মুন্সির বাড়িতে চাচার বাসায় বেড়াতে আসে। মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে মোমবাতি আনতে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।এসময় অজ্ঞাত সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তার মাথার খুলি উড়ে যায়। এতে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন জানান, চাঁদা চাইতে এসে এক দোকানিকে গুলি করে সন্ত্রাসীরা। এসময় গুলি শিশু আসাদুলের মাথায় লেগে তার খুলি উড়ে যায়।এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান তিনি।
চট্টগ্রাম সন্ত্রাসীদের গুলিতে শিশু নিহত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৩, ২০১৫ | ১:০৮ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »