সিলেটপোস্টরিপোর্ট:লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।মৃতরা হলো-ওই গ্রামের রিকশাচালক মাহফুজুর রহমানের ছেলে সৈকত (৪) ও মেয়ে মিলি (২)।স্থানীয় লোকজন জানায়, সৈকত ও মিলি দুপুরে বাড়ির উঠানে খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে যায়। টের পেয়ে বাড়ির লোকজন পুকুর থেকে শিশু দু’টিকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।