সিলেট পোষ্ট রিপোর্ট: নায়িকা হিসেবে মাহিয়া মাহির নামটি ঘোষণা দেওয়া হয়েছিল পুলিশগিরি ছবিতে । পরিচালক সৈকত নাসির ছবির গান থেকে শুরু করে পোশাক-আশাক নিয়ে প্রস্তুতও ছিলেন। কিন্তু হঠাৎ ছবির নায়িকা পরিবর্তন হয়ে গেল। নায়িকা হিসেবে শিপনের বিপরীতে চুক্তিবদ্ধ হলেন নুসরাত ফারিয়া। এ বিষয়ে পরিচালক জানান, ‘মাহিকে চূড়ান্ত করা ছিল। কিন্তু এখন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া চাইছে নুসরাত ফারিয়াকে নিয়ে কাজটি করতে। এখানে আমার কিছু বলার নেই। তবে মাহিও আমার পছন্দের নায়িকা।’
মাহির পরিবর্তে পুলিশগিরি ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে কিছু বলতে চাননি ফারিয়া। তিনি বলেছেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমাকে ছবির গল্প শোনানো হয়েছিল। গল্প শুনে ভালো লেগেছে। তাই রাজি হয়েছি।’
নিজের প্রস্তুতি সম্পর্কে ফারিয়া জানান, ‘বেশ কিছুদিন ধরে নিজেকে গ্রুম করছি। তা ছাড়া এই ছবিটির শুটিংয়ের আগেই প্রেমী ও প্রেমী ছবির কাজ শুরু হয়ে যাবে। ফলে পুলিশগিরিতে অভিনয়ের আগে কিছু অভিজ্ঞতা হয়ে যাবে।’
নতুন নায়িকা হিসেবে ফারিয়াকে নেওয়ার ব্যাপারে কোনো অভিমত নেই বলে জানান ছবির নায়ক শিপন। তিনি বলেন, ‘যার সঙ্গেই কাজ করব, ভালো করে কাজ করতে চাই।’
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজিত ছবিটির শুটিং ১ সেপ্টেম্বর শুরু হতে পারে।