সিলেটপোস্টরিপোর্ট:সিলেট জেলা স্বজন সমাবেশের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এমসি কলেজের গণিত বিভাগের মেধাবী মুখ সাইদুর রহমান (২৫ )গতকাল ঢাকায় অজ্ঞান পার্টির ক্ষপ্পরে পড়ে অপ্রকৃতস্থ হয়ে ঘুরতে ঘুরতে গাড়ির নিচে চাপা পড়ে মৃতু বরন করেন । তার এই অকাল মৃতুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সিলেটের স্বজন সমাবেশের শোক প্রকাশ করছেন যুগান্তরের ব্যুরো প্রধান সিটি কাউন্সিলর .রেজওয়ান আহমদ সিনিয়র রিপোর্টার সংগ্রাম সিংহ রিপোর্টার আব্দুর রশিদ রেনু জেলা স্বজন সমাবেশের বিভাগীয় সমন্য়কারী প্রভাষক প্রনব কান্তি দেব,সিলেটের সময়র প্রধান সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ্য মেহেদী কাবুল সাবেক সহ সভাপতি কাজী মুকিত সুমন ,সভাপতি মবরুর আহমদ সাজু, সহ সভাপতি সাইদুল করিম রেজা ,সুমন রায়,সাধারন সম্পাদক সুবনিয় আচারয্য সহ সাধারন সম্পাদক দুলাল আমদ ,আল হুসেইন মাসুক,সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক কুলসুমা বেগম স্বজন মো,মাজহারুল আলম বাপ্পী, সোহান মিয়া উল্লেখ্য গত শুক্রবার ঢাকাতে এক্সিম ব্যাংকরে চাকুরীর পরীক্ষা দিতে যান ঢাকায় হটাত পুলিশ রাজধানীর এক রাস্তায় পরিত্যক্ত অবস্হায় মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করে জ্ঞান ফিরে পায় নি মৃত্যর কুলে ঢলে পরে নতুন স্বপ্নর পথিক সাইদুর রহমান তার গ্রামের বাড়ী দিরাইয়ের শা্ল্লায় ।