সংবাদ শিরোনাম
তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «   বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  » «   জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ  » «   সিলেট বিএনপি দুই গ্রুপে বিভক্ত! ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে উভয়েই এখন মরিয়া  » «   যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব : তারেক রহমান  » «   সম্পত্তি পুনরুদ্ধার ও পুলিশী হয়রানি থেকে বাঁচতে চাই-সংবাদ সম্মেলনে রাসেল রবি  » «   ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুককোন প্রকল্প নেয়া হবে না- উপদেষ্টা রিজওয়ানা হাসান  » «   গ্রেফতার আতংকে পালিয়ে আছে সিলেটের আওয়ামী লীগের নেতারা :কার্যক্রম নিরব  » «   সিলেট সীমান্তে (১৯ বিজিবি) প্রায় ৬৩ লক্ষ টাকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক  » «   স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে-কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন  » «   অন্তরবর্তীকালীন সরকার এক্ষেত্রে নমনীয়তা দেখালে জনগণের আস্থা ও সমর্থন হারাবে-শায়খ জিয়া উদ্দীন  » «  

মাশরাফি আহত বাসের ধাক্কায়

34সিলেট পোষ্ট রিপোর্ট :    সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দেশসেরা পেসার ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার বাসা থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে পেছন থেকে একটি বাস তাকে বহনকারী রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে দুই হাতে আঘাত পেয়েছেন তিনি। স্টেডিয়ামে মাশরাফি নিজেই এ ঘটনা জানান। তখন তার দুই হাতেই ব্যান্ডেজ ছিল।দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। মাশরাফি জানান, রিকশায় করে তিনি স্টেডিয়ামে জাতীয় দলের নিয়মিত অনুশীলনে আসছিলেন। একটি বাস পেছন থেকে তার রিকশায় ধা

তবে আঘাত গুরুতর নয়। এতে করে বড় ধরনের ক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।

এতে তার ডান হাতের বুড়ো আঙুলের নিচে তালু কিছুটা কেটে গেছে। আর বাঁ-হাতের তালুতে কিছু অংশ ছড়ে গেছে।

মাশরাফির অাঘাত গুরুতর কিছু নয়, তবে ভালোভাবে পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে বিসিবির পক্ষ থেকে এক কর্মকর্তা জানিয়েছেন।

তবে কোচ হাথুরে সিংহে মাশরাফির আঘাত নিয়ে চিন্তিত বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

চন্দিকা হাথুরুসিংহে বলেন, এমনিতে চোট বেশি গুরুতর না; কিন্তু হাতের তালু নিয়ে আমরা একটু চিন্তিত। তিনি বলেন, যেহেতু টেস্ট আগে এবং ওয়ানডে সিরিজের আগে সময় আছে; আশা করি, সে সেরে উঠবে। তাকে সেরে ওঠার সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে।

 

ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ভারতের বিপক্ষে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১০ জুন শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের দলে নেই।

জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, মাশরাফির চোট খুব বেশি গুরুতর নয়। ওয়ানডে সিরিজ শুরু হতে এখনো বেশ কিছু দিন বাকি আছে। আশা করি তার আগেই সে সম্পূর্ণ সেরে উঠবে।

বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৮, ২১ ও ২৪ জুন। তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

এদিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় হাতে আঘাত পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

বিসিবি সূত্র জানিয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদের চোট ভালো হতে তিন সপ্তাহ লাগতে পারে। এতে ভারত সিরিজে তার খেলা অনিশ্চিত বলেই ধরে নেয়া যায়।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.