সংবাদ শিরোনাম
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «   সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়ে সিলেট বিএনপি  » «   হাবিবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছন সিলেট মহানগর কৃষক দল  » «   সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ লুৎফুর  » «   মাদ্রাসার শিশুদের শহীদ জিয়া ও খালেদাজিয়ার জীবনের গল্প শুনালেন খন্দকার মুক্তাদির  » «   ২৬শে মার্চ উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত  » «  

মাশরাফি আহত বাসের ধাক্কায়

34সিলেট পোষ্ট রিপোর্ট :    সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দেশসেরা পেসার ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার বাসা থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে পেছন থেকে একটি বাস তাকে বহনকারী রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে দুই হাতে আঘাত পেয়েছেন তিনি। স্টেডিয়ামে মাশরাফি নিজেই এ ঘটনা জানান। তখন তার দুই হাতেই ব্যান্ডেজ ছিল।দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। মাশরাফি জানান, রিকশায় করে তিনি স্টেডিয়ামে জাতীয় দলের নিয়মিত অনুশীলনে আসছিলেন। একটি বাস পেছন থেকে তার রিকশায় ধা

তবে আঘাত গুরুতর নয়। এতে করে বড় ধরনের ক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।

এতে তার ডান হাতের বুড়ো আঙুলের নিচে তালু কিছুটা কেটে গেছে। আর বাঁ-হাতের তালুতে কিছু অংশ ছড়ে গেছে।

মাশরাফির অাঘাত গুরুতর কিছু নয়, তবে ভালোভাবে পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে বিসিবির পক্ষ থেকে এক কর্মকর্তা জানিয়েছেন।

তবে কোচ হাথুরে সিংহে মাশরাফির আঘাত নিয়ে চিন্তিত বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

চন্দিকা হাথুরুসিংহে বলেন, এমনিতে চোট বেশি গুরুতর না; কিন্তু হাতের তালু নিয়ে আমরা একটু চিন্তিত। তিনি বলেন, যেহেতু টেস্ট আগে এবং ওয়ানডে সিরিজের আগে সময় আছে; আশা করি, সে সেরে উঠবে। তাকে সেরে ওঠার সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে।

 

ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ভারতের বিপক্ষে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১০ জুন শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের দলে নেই।

জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, মাশরাফির চোট খুব বেশি গুরুতর নয়। ওয়ানডে সিরিজ শুরু হতে এখনো বেশ কিছু দিন বাকি আছে। আশা করি তার আগেই সে সম্পূর্ণ সেরে উঠবে।

বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৮, ২১ ও ২৪ জুন। তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

এদিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় হাতে আঘাত পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

বিসিবি সূত্র জানিয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদের চোট ভালো হতে তিন সপ্তাহ লাগতে পারে। এতে ভারত সিরিজে তার খেলা অনিশ্চিত বলেই ধরে নেয়া যায়।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.