সিলেট পোষ্ট রিপোর্ট : যশোরের কেশবপুরে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত তিনজন হলেন- উপজেলার ভোগাতি গ্রামের নিজাম উদ্দিন গাজী (৫০), মধ্যকুল গ্রামের সিরাজুল ইসলাম (৪৫) ও মণিরামপুরের নাগেরঘোপ গ্রামের সুবল অধিকারী (৫৫)
নিহতদের পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে শহরের পুরনো বাসষ্টান্ড এলাকায় তারা প্রতিদিনের মত দেশী মদ পান করে। কিছুক্ষণের মধ্যে তারা জ্ঞান হারায়। এরপর তাদের কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ও খুলনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতেই নিজাম উদ্দিন মারা যায়। বৃহস্পতিবার সকাল ১১টায় সিরাজুলের মৃত্যু হয় হাসপাতালে। পরে সুবলেরও মৃত্যু হয়।
এলাকবাসী জানায়, প্রতিদিন শহরের পুরনো বাসষ্টান্ড এলাকায় ১০ থেকে ১৫ জন মদের আসর বসায়। তাছাড়া কেশবপুরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ মাদক কেনাবেচার প্রায় ৩৫ টি স্পট রয়েছে বলে বিভিন্নসূত্র জানিয়েছে।