সিলেট পোষ্ট রিপোর্ট : প্রস্তাবিত বাজেটে প্রথমবারের মতো সিগারেটের ন্যূনতম মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী ১০টি সিগারেটের ন্যূনতম দাম প্রস্তাব করেছেন ১৯ টাকা। আগে একই সংখ্যক সিগারেট কিনতে খরচ হতো ১৫ থেকে ১৬ টাকা ৫০ পয়সা।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দেশীয় শিল্পের শ্রমিক স্বার্থ বিবেচনায় নিয়ে বিড়ি খাতের শুল্কহারে বিগত বছরগুলোতে তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার বা পরিবর্তন আনয়ন করা হয়নি। বর্তমান শুল্ক কাঠামো অনুযায়ী ফিল্টারবিহীন ২৫ শলাকার করসহ মূল্য ৬ টাকা ১৪ পয়সা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকেট বিড়ির করসহ মোট মূল্য দাঁড়ায় ৬ টাকা ৯২ পয়সা।’
মুহিত বলেন, ‘সহজলভ্যতার কারণে ব্যাপক সংখ্যক ভোক্তা এর ব্যবহারের সুযোগ নেয় এবং স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে। সব দিক বিবেচনায় নিয়ে বিড়ির বিদ্যমান ট্যারিফ মূল্য যৌক্তিকীকরণের মাধ্যমে করসহ ফিল্টারবিহীন ২৫ শলাকার প্যাকেটের মূল্য ৭ টাকা ৬ পয়সা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকেট বিড়ির মূল্য ৭ টাকা ৯৮ পয়সা নির্ধারণের প্রস্তাব করছি।’
অর্থমন্ত্রী বলেন, ‘সিগারেটের পেপারের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ২০ শতাংশ সম্পূরক শুল্ক বিদ্যমান থাকলেও HS Code-এর ট্যারিফ বর্ণনায় বিড়ি পেপারের উল্লেখ না থাকায় এ ক্ষেত্রে কর ফাঁকির প্রবণতা বিদ্যমান মর্মে জানা যায়। এ বৈষম্য দূর করার লক্ষ্যে বিড়ি পেপারের সুনির্দিষ্ট বর্ণনা দিয়ে বিড়ি পেপারের ওপরও ২০ শতাংশ সম্পূরক শুল্ক আদায়ের প্রস্তাব করছি।’
আওতা সম্প্রসারণ
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘‘আগামী বছরের জন্য মূসক আরোপ এবং মূসকের হার পরিবর্তনের উদ্দেশ্যে নিম্নোক্ত প্রস্তাব পেশ করছি : ‘WHO Framework Convention on Tobacco Control (FCTC)-এ বাংলাদেশ একটি স্বাক্ষরকারী দেশ। বিশ্বব্যাপী ধূমপানবিরোধী রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্য রাখা, তামাকজাত পণ্যের স্বাস্থ্যঝুঁকি হেতু এর ব্যবহার কমিয়ে আনা এবং রাজস্ব আয় বৃদ্ধি এই খাতের একটি বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে সিগারেটের ওপর থেকে কর আদায়ের ক্ষেত্রে সরকার সিগারেটের মূল্যসীমা নির্ধারণ করে দেওয়ার একটি রেওয়াজ প্রচলিত ছিল, যা বাজার অর্থনীতিতে মোটেও কাম্য নয়। এ কারণে প্রথমবারের মতো সিগারেটের সর্বনিম্ন মূল্য বেঁধে দিয়ে তার ওপর একটি সম্পূরক কর ও মূসক এবং এই সর্বনিম্ন মূল্যের চেয়ে বেশি মূল্যের সিগারেটের ক্ষেত্রে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক ও মূসক আরোপের প্রস্তাব করছি। সিগারেটের বিদ্যমান অবস্থা এবং আমার প্রস্তাবের চিত্রটি নিচে তুলে ধরা হয়েছে।’’
সিগারেটের বিদ্যমান ও প্রস্তাবিত মূল্যস্তর এবং সম্পূরক শুল্কের হার